হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা হতে ৪০ কিলোমিটার উত্তরে দিকে অবস্থিত দৌলতপুর ইউনিয়ন পরিষদ ।ইউনিয়রে মোট আয়তন ২৭.৬১ বর্গকিলোমিটার , মোট জনসংখ্যা প্রায় জন লোকসংখ্যা বসবাস করে । মোট জনসংখ্যার মধ্যে ৬০% লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে। আমাদের এলাকায় ৯০% লোক কৃষি কাজের ইপর নির্ভরশীল।
ক) নাম – ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২৭.৬১(বর্গ কিঃ মিঃ)
গ) জনসংখ্যা – ৩১,৪৯৮ জন, পুরুষ ১৪,১০০ জন, মহিলা ১৭,৩৯৮জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৭ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৯ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা, নৌকা।
জ) শিক্ষার হার – ৪৭.২৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৭টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০
কমউনিটি প্রাথমিক বিদ্যালয়-
উচ্চ বিদ্যালয় - ৩টি,
কলেজ-০
মাদ্রাসা- ৪টি।
মসজিদ- ১৮ টি।
মন্দির- ২ টি ও আখড়া- ২ টি।
ঞ) পোষ্টঅফিস- ১টি।
চ) নদ-নদীর সংখ্যাঃ ১টি ( কুশিয়ারা)।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: লুৎফুর রহমান
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল –
ড) নব গঠিত পরিষদের বিবরণ – ১) শপথ গ্রহণের তারিখ – ০৮/০৮/২০১৬ইং
২) প্রথম সভার তারিখ – ১০/০৮/২০১৬ ইং৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –
ঢ) গ্রাম সমূহের নাম : দৌলতপুর চন্ডীপুর দমারগাঁও শাখাইতি নোয়াগাঁও ইছিপুর
আলতাবপুর হিলালনগর তেলঘড়ি কালীপুর কাদিরগঞ্জ মুরাদপুর উমরপুর আড়িয়ামুগুর করচা কবিরপুর
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) দফাদার ১জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস