Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে দৌলতপুর ইউনিয়ন

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা হতে ৪০ কিলোমিটার  উত্তরে দিকে অবস্থিত  দৌলতপুর ইউনিয়ন পরিষদ ।ইউনিয়রে মোট আয়তন ২৭.৬১ বর্গকিলোমিটার , মোট জনসংখ্যা প্রায়  জন লোকসংখ্যা বসবাস করে । মোট জনসংখ্যার মধ্যে ৬০% লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে। আমাদের এলাকায় ৯০% লোক কৃষি কাজের ইপর নির্ভরশীল।

 ক) নাম – ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ।

  খ) আয়তন – ২৭.৬১(বর্গ কিঃ মিঃ)

গ) জনসংখ্যা –  ৩১,৪৯৮ জন, পুরুষ ১৪,১০০  জন, মহিলা  ১৭,৩৯৮জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১৭ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৯ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা, নৌকা।

জ) শিক্ষার হার – ৪৭.২৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

ঝ)  সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৭টি,

বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০

 কমউনিটি প্রাথমিক বিদ্যালয়-    

উচ্চ বিদ্যালয় - ৩টি,

কলেজ-০

মাদ্রাসা- ৪টি।

 মসজিদ- ১৮ টি।

মন্দির- ২ টি ও আখড়া- ২ টি।

ঞ)  পোষ্টঅফিস- ১টি।

চ) নদ-নদীর সংখ্যাঃ ১টি ( কুশিয়ারা)।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: লুৎফুর রহমান

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – 

ড) নব গঠিত পরিষদের বিবরণ –  ১) শপথ গ্রহণের তারিখ – ০৮/০৮/২০১৬ইং

                                                   ২) প্রথম সভার তারিখ – ১০/০৮/২০১৬ ইং৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – 

ঢ) গ্রাম সমূহের নাম : দৌলতপুর       চন্ডীপুর           দমারগাঁও      শাখাইতি       নোয়াগাঁও           ইছিপুর         

                                আলতাবপুর          হিলালনগর          তেলঘড়ি কালীপুর     কাদিরগঞ্জ      মুরাদপুর উমরপুর  আড়িয়ামুগুর           করচা  কবিরপুর

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

 ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

 ৩) দফাদার                    ১জন।

৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।