শিক্ষা ও স্বাক্ষরতার হার
অত্র ইউনিয়নের প্রতিটি পাড়ায় পাড়ায় রয়েছে স্কুল ,রয়েছে ৩টি উচ্চ বিদ্যালয়।শিক্ষার হার ৪৭.৭৫%।
প্রাথমিক বিদ্যালয
১। দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় । পূর্ব দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩। পশ্চিম দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪। মাইঝচর সরকারী(সাবেক কমিউনিটি) প্রাথমিক বিদ্যালয় ৫। চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬। দমারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬। নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭। শাখাইতি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮। কাদিরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯। হিলাল নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০। তেলঘড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১। করচা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১২। কবিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৩। আড়িয়ামুরগুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক বিদ্যালয়
১. দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয়।
২. কাদিরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়।
৩. আড়িয়া মুগুড় মাধ্যমিক বিদ্যালয়।
মাদ্রাসা-
১. আয়েশা ছিদ্দীকা মহিলা মাদ্রাসা।
২. চার গাঁও ইসলামিয়া আরাবীয়া হাফিজিয়া মাদ্রাসা।
৩. পুর্ব দৌলতপুর মাদ্রাসা।
৪. মুরাদপুর মাদ্রাসা।
অন্যান্য-
ব্যাক্তি চালিত দুইটি কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয় এবং ব্র্যাক পরিচালিত প্রাথমিক এবং প্রাক প্রাথমি বিদ্যালয় রয়েছে অনেক। যার তালিকা এবং স্থান পরিবর্তনশীল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS