Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সকল শিক্ষা প্রতিষ্ঠান

 

দৌলতপুর ইউনিয়নে সরকারী এবং বেসরকারী ও বিভিন্ন ব্যাক্তির নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রায় ২০ টি মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় বিদ্যমান। এর মাঝে ৩ টি মাধ্যমিক এবং বাকি সব প্রাথমিক বিদ্যালয় এবং ৪টি মাদ্রাসা (তনমধ্যে একটি মহিলা মাদ্রাসা) রয়েছে। কোন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দৌলতপুরে নেই। ব্র্যাক চালিত প্রাথমিক এবং প্রাক প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের সংখা প্রায় ৫০+ টি যারা এলাকার শিক্ষা বিস্তারে বিরাট ভূমিকা পালন করছে বলে এলাকাবাসী মনেকরে্ ।
উল্ল্যেখ্য যে উক্ত দৌলতপুর ইউনিয়নে উচ্চশিক্ষার কোন সুযোগ নাই। এবং কোন প্রতিষ্টানও গড়ে উঠেনি। প্রায় ৩০ হাজার মানুষের বসতি উক্ত ইউনিয়নে। এলাকার জনসাধারণ শিক্ষনোরাগীও বটে। কিন্তু উচ্চ শিক্ষার কোন ব্যবস্থা না থাকায় অনেক দরিদ্র পরিবারের ছেলে মেয়ে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয
১। দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়    । পূর্ব দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়    ৩। পশ্চিম দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়   ৪। মাইঝচর সরকারী(সাবেক কমিউনিটি) প্রাথমিক বিদ্যালয়  ৫। চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬। দমারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়  ৬। নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়   ৭। শাখাইতি সরকারী প্রাথমিক বিদ্যালয়   ৮। কাদিরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়   ৯। হিলাল নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়   ১০। তেলঘড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়  ১১। করচা সরকারী প্রাথমিক বিদ্যালয়    ১২। কবিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়   ১৩।  আড়িয়ামুরগুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

মাধ্যমিক বিদ্যালয়

১. দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয়।
২. কাদিরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়।
৩. আড়িয়া মুগুড় মাধ্যমিক বিদ্যালয়।
মাদ্রাসা-
১. আয়েশা ছিদ্দীকা মহিলা মাদ্রাসা।
২. চার গাঁও ইসলামিয়া আরাবীয়া হাফিজিয়া মাদ্রাসা।
৩. পুর্ব দৌলতপুর মাদ্রাসা।
৪. মুরাদপুর মাদ্রাসা।

অন্যান্য-
ব্যাক্তি চালিত দুইটি কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয় এবং ব্র্যাক পরিচালিত প্রাথমিক এবং প্রাক প্রাথমি বিদ্যালয় রয়েছে অনেক। যার তালিকা এবং স্থান পরিবর্তনশীল।